পুলিশের জালে এক ড্রাগস মাফিয়া
সম্প্রতি বদরপুর পুলিশের হাতে আটক হওয়া পাথারকান্দির দুই ড্রাগস ব্যবসায়ীর সূত্র ধরে পাথারকান্দি থানাধীন টিলাবাড়ি এলাকা থেকে এ কান্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশের হাতে ধরা পড়ল আরও এক ড্রাগস মাফিয়া।ধৃতের নাম ওয়াহিদ আহমেদ ওরফে মনা। পিতার নাম সরকুম আলী।গোপন সূত্রের ভিত্তিতে পাথারকান্দি থানার ভারপ্রাপ্ত ওসি উৎপল চন্দের নেতৃত্বে একদল পুলিশ শনিবার দুপুরবেলা তাঁর টিলাবাড়ির নিজ বাড়িতে হানা দিয়ে তাকে আটক করেন।পরে পুলিশ গতকালই ধৃত যুবককে করিমগঞ্জ আদালতে পাঠিয়ে দেয়।বর্তমানে সে জেলা সংশোধনাগারে রয়েছে বলে পুলিশ জানিয়েছে।উল্লেখ্য যে নবাগত এসপি মায়াঙ্ক কুমার দায়িত্বভার গ্রহণের পর বিভাগীয় উপর মহলের নির্দেশে জেলা জুড়ে ড্রাগসের সঙ্গে জড়িত সব ঘটনার জোর তদন্ত চালানো হচ্ছে। এদিকে ধৃত ওয়াহিদ আহমেদ ওরফে মনা করিমগঞ্জ জেলা কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি কবীর আহমদের খুড়োতুতো ভাই বলে একটি সূত্রের খবর। তাকে বিভিন্ন সময়ে কবীর আহমেদ ও তার স্ত্রী আছিমগঞ্জ জেলা পরিষদ নেত্রী মমতাজ বেগমের সাথে ঘোরাঘুরি করতে দেখা গেছে।