চিটিং-গেটিং সূত্র নিয়ে চলছে কংগ্রেস ও এআই ইউ ডি এফ। আর এই ফর্মুলা রাজ্যের মানুষ কোনওভাবেই মেনে নেবেন না। মন্তব্য করেছেন রাজ্য বিজেপি সরকারের সেকেন্ড ইন কমান্ড হিমন্তবিশ্ব শর্মা। রবিবার, ওদালগুড়িতে এক নির্বাচনী সভায় বক্তব্য রাখছিলেন তিনি। কং-ইউডিএফ'কে একহাত নেন হিমন্ত। বলেন, এই জোটের বোঝাপড়া সম্পর্কে জানাই আছে অসমবাসীর। এ নিয়ে আলাদা করে বোঝাতে লাগবে না।
হিমন্তবিশ্ব স্পষ্ট ভাষায় এও বলেন, জোট সঙ্গী দুই দল যাকেই টিকিট দিক না কেন জয়ের আশা নেই, সেই প্রার্থী আলবত পরাজিত হবেনই।