ছাত্র সংস্থা আকসা'র প্রতিষ্ঠাতা সভাপতি প্রদীপ দত্তরায়ের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হল বরাকে। শনিবার শিলচর পার্ক রোডের মধ্যসহর সাংস্কৃতিক সমিতির সভাকক্ষে একাংশ সচেতন নাগরিক নিয়ে এক সভা আয়োজিত হয়। এখানেই সর্বসম্মতিক্রমে 'বরাক একতা পার্টি' নামের দলটি যাত্রা শুরু করে।আসন্ন বিধানসভা নির্বাচনে বরাকের ১৫ টি বিধানসভা আসনেই দল প্রার্থী দেবে বলে জানা গেছে দলীয় সূত্রে। বরাকের মানুষের অধিকার, অভাব-অভিযোগ প্রসঙ্গে অগ্রণী ভূমিকা নেওয়ার লক্ষ্য নিয়েই এই দল গঠিত হয়েছে বলে জানিয়েছেন প্রদীপ বাবু।