BARTALIPI, বার্তালিপি , Bengali News, Latest Bengali News, Bangla Khabar, Bengali News Headlines, বাংলা খবর
Friday, 26 Feb 2021  শুক্রবার, ১৪ ফাল্গুন ১৪২৭
Bartalipi, বার্তালিপি, Bengali News Portal, বাংলা খবর

BARTALIPI, বার্তালিপি , Bengali News, Latest Bengali News, Bangla Khabar, Bengali News Headlines, বাংলা খবর

বাংলা খবর

বিশ্বের শীর্ষস্থানীয় বাংলা নিউজ পোর্টাল

বাংলায় প্রথম বিভাগে প্রথম স্থানাধিকারী পূর্বাকে সংবর্ধনা

Bartalipi, বার্তালিপি, বাংলায় প্রথম বিভাগে প্রথম স্থানাধিকারী  পূর্বাকে সংবর্ধনা

অসম বিশ্ববিদ্যালয়ের স্নাতক চূড়ান্ত বর্ষের পরীক্ষায় বাংলায় প্রথম বিভাগে প্রথম স্থানাধিকারী পূর্বা শীলকে সংবর্ধনা দিলেন প্রাক্তন মন্ত্রী গৌতম রায়। খোদ উপস্থিত হতে না পারলেও প্রতিনিধি পাঠিয়ে পাথারকান্দির প্রবীর শীল ও অঞ্জনা শীলের মেয়ে পূর্বাকে সংবর্ধনা জানিয়েছেন প্রাক্তন মন্ত্রী গৌতম।

শনিবার পাথারকান্দির তাপস দাস প্রাক্তন মন্ত্রীর প্রতিনিধি হিসেবে কৃতী পড়ুয়ার বাড়িতে গি‌য়ে উষ্ণ সংবর্ধনা জানান।পরে গৌতমবাবু ফোনে বেশ কিছুক্ষণ পূর্বার সঙ্গে কথা ব‌লে শুভেচ্ছা বিনিময় করেন। আগামীদিনে তাঁর লক্ষ্যে পৌঁছার জন্য যে কোনও ধরণের সহযোগিতারও আশ্বাস দেন।

এদিকে, আজ একইভাবে এই কৃতী পড়ুয়াকে সংবর্ধনা জানায় লায়ন্স ক্লাব সেঞ্চুরিয়ান। ক্লাবের পক্ষ থেকে এ দিন, পাথারকান্দি কলেজে এক সংবর্ধনা সভায় কৃতী পড়ুয়া পূর্বা শীল সহ এই কৃতিত্বের অন্যতম দাবিদার কলেজ অধ্যক্ষ ড.মঞ্জুরুল হককে বিশেষ সংবর্ধনা জানানো  হয়। ছিলেন পঙ্কজ ভট্টাচার্য, শুভজিৎ দে, এমাদ উদ্দিন, লায়ন্স তাপস দাস প্রমুখ।