তিনশো বছরের প্রাচীন অসমিয়া পুঁথি অনিরুদ্ধ দাসের 'শ্রীগুরু বংশাবলী'। পণ্ডিতরা জানতেন এই অমূল্য সম্পদের কথা। কিন্তু কেউই এগিয়ে আসেন নি এতো কাল। অবহেলায় পড়ে ছিল মধ্যযুগের নব্য বৈষ্ণব আন্দোলনের এই দলিল। তিন বছরের কঠোর পরিশ্রম ও অধ্যবসায় নিয়ে পুঁথিটি সম্পাদনা করেছেন বিশিষ্ট সমাজতাত্ত্বিক বাণীপ্রসন্ন মিশ্র। অসমিয়াতে লেখা এই বইটিতে রয়েছে সম্পাদকের পঞ্চান্ন পৃষ্ঠার তথ্যবহুল ভূমিকা।
সম্প্রতি অনাড়ম্বরভাবে গুয়াহাটির 'বান্ধব' প্রকাশিত এই বইটি উন্মোচন করেছেন রঞ্জিত দেব গোস্বামী। তেজপুর বিশ্ববিদ্যালয়ের অসমিয়া ভাষা ও সাহিত্যের স্নাতকোত্তর সিলেবাসে ইতিমধ্যেই এই বইটি পাঠ্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে।