গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় একটি বাইক ও প্রায় আড়াই লক্ষ টাকার ড্রাগস সহ এক যুবককে গ্রেফতার করে পাথারকান্দি পুলিশ। ধৃত যুবকের নাম ইসলাম উদ্দিন(২৪)। বাড়ি পাথারকান্দি থানাধীন আসলকান্দি লাগোয়া টুকেরবাজার এলাকায়। সাদা পোশাকে পুলিশি অভিযানের আঁচ পেয়ে আগেভাগেই অন্য তিন ড্রাগস পাচারকারি পালিয়ে যায় বলে খবর পাওয়া গেছে। ফেরারদের নাম হল মেরার উদ্দিন, পিতার নাম আব্দুল শুক্কুর, জাহেদ আহমদ পিতার নাম আহাদ উদ্দিন ও এমাদ উদ্দিন পিতার নাম আব্দুল হক।বর্তমানে পুলিশ এদের গ্রেফতারের প্রয়াস করছে বলে জানা যায়।পাথারিকান্দি থানার ভারপ্রাপ্ত ওসি উৎপল চন্দ জানালেন, বৃহস্পতিবার সন্ধ্যা রাতে গোপন সূত্রের ভিত্তিতে পাথারকান্দি পুলিশের একটি দল সাদা পোশাকে পাথারকান্দি থানাধীন আসলকান্দির টুকেরগ্রাম বাজারের একটি গ্যারেজ থেকে প্রায় ৮৫ গ্রাম ব্রাউন সুগার সমেত এক পাচারকারি এবং একটি বাইকও উদ্ধার করে।পুলিশ রাতেই অভিযুক্ত যুবককে থানায় নিয়ে আসে এবং আদালতে পেশ করে ফের তিন দিনের জন্য রিমান্ডে নিয়ে আহা হয়েছে। বর্তমানে তার জিঙ্গাসাবাদ চালাচ্ছে পুলিশ।