রাজ্যজুড়ে চাঞ্চল্যসৃষ্টিকারী এসআই প্রশ্নপত্র কেলেঙ্কারির মূল অভিযুক্ত প্রাক্তন এসপি সঞ্জিত কৃষ্ণা সহ ১২ অভিযুক্তের জামিন নাকচ করে দিল আদালত। সিআইডি-র দাখিল করা দলিলের বিভিন্ন দিক খতিয়ে দেখার পর তদন্তের খাতিরে জামিন মঞ্জুর না করার সিদ্ধান্ত নেয় গৌহাটি হাইকোর্ট। বিচারপতি অজিত বরঠাকুরের এজলাসে বৃহস্পতিবার না মঞ্জুর হয়ে যায় এক ডজন অভিযুক্তের জামিনের আবেদন।
আসলে সঞ্জিত কৃষ্ণা আগেই জামিনের আবেদন করেছিলেন আদালতে। কিন্তু ফলাফল তার পক্ষে যায় নি। আদালত সাফ মানা করে দেয়। সরকারি আইনজীবী পি পি বরুয়ার মন্তব্য, গোটা কেলেঙ্কারি মাস্টার মাইন্ড হল সঞ্জিত। তাই তদন্তের স্বার্থে তাকে জামিন দেওয়ার প্রশ্নই ওঠে না। তবে, জামিনের আবেদন নাকচ করলেও জেলবন্দি সঞ্জিতকে প্রয়োজনীয় ওষুধ-পত্র সরবরাহ করার নির্দেশ দিয়েছে আদালত।