পিপলস ডেমক্রেটিক কাউন্সিল অব কার্বি লোংরি (পিডিসিকে)- নামের উগ্রপন্থী সংগঠনের সক্রিয় সদস্যকে বোকাজান থেকে গ্রেফতার করল অসম পুলিশ। বৃহস্পতিবার গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালায় কার্বি-আংলং পুলিশ। ওই সময় বাকালিয়া থানার অন্তর্গত থেকেরাযান-এর জঙ্গল থেকে পিডিসিকে- নোংমি তানজিয়াং ওরফে সঞ্জীব ফাংছো ধরা পড়ে পুলিশের জালে।
জানা গেছে, ফাংছো পিডিসিকে-এর স্বঘোষিত সম্পাদক। জঙ্গি নেতার কাছ থেকে পিস্তল, গুলি, দুটি মোবাইল ফোন সহ আরও কিছু গুরুত্বপূর্ণ জিনিস উদ্ধার করেছে পুলিশ।