প্রয়াত হলেন কিংবদন্তি ফুটবলার দিয়েগো মারাদোনা। হৃদরোগে আক্রান্ত হয়ে বুধবার মারা যান ক্রীড়া জগতের এই বিশিষ্ট ব্যক্তিত্ব। বয়স হয়েছিল ৬০। মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে যাওয়ায় অস্ত্রোপচার হয়েছিল। সুস্থও হয়ে গিয়েছিলেন।
১১ নভেম্বর তাঁকে হাসপাতাল থেকে ছুটি দিয়েছিলেন চিকিৎসকরা। কিন্তু বাড়ি যেতে পারেন নি। মদ্যপানজনিত সমস্যার কারণে বুয়েন আয়ার্সের টিগরে-র এক রিহ্যাব সেন্টারে রাখা হয়েছিল মারাদোনাকে। সেখানেই বুধবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ফুটবলের রাজপুত্র। ক্লাব সহ আন্তর্জাতিক স্তরে ৬৭৯ ম্যাচ খেলে ৩৪৬ টি গোল করেছিলেন দিয়েগো। তাঁর মৃত্যুতে যেমন শোকে মুহ্যমান ক্রীড়াজগত, তেমনি শোকে কাতর বিশ্বের প্রত্যেক ক্রীড়া ও ফুটবলপ্রেমী।