প্রয়াত মুখ্যমন্ত্রী তরুণ গগৈর অন্ত্যেষ্টি গুয়াহাটির নবগ্রহ শ্মশানে সম্পন্ন হবে বৃহস্পতিবার। এর আগে শঙ্করদেব কলাক্ষেত্র থেকে গগৈর পার্থিব শরীর তাঁর সরকারি বাসভবনে নিয়ে যাওয়া হবে। সেখানে ধর্মীয় রীতিনীতি শেষ করবেন পরিবারের লোকজনেরা। তারপর বেলা ৯ টায় শেষ যাত্রা শুরু হবে বর্ষীয়ান কংগ্রেস নেতার। জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি রিপুন বরা।
বুধবার রিপুন জানান, সর্বধর্ম সমন্বয়ের পক্ষপাতী ছিলেন তরুণ গগৈ। ধর্ম নিয়ে এমনই মতাদর্শ ছিল তাঁর। ফলে তাঁর অন্তিম যাত্রায়ও এর প্রতিফলন হওয়া চাই। তাই পরিবারের বিদায়ের পর ছয়মাইলের গির্জা, জু-রোডের নামঘর ও আমবাড়ির বুড়া মসজিদে নিয়ে যাওয়া হবে মরদেহ। শুকলেশ্বর ও উগ্রতারা দেবালয় হয়ে শ্মশানে পৌঁছাবে প্রাক্তন মুখ্যমন্ত্রীর পার্থিব শরীর।
এ দিকে, রাজ্য সরকার প্রয়াত মুখ্যমন্ত্রী তরুণ গগৈর অন্ত্যেষ্টিকে কেন্দ্র করে অর্ধদিবস ছুটি ঘোষণা করেছে বৃহস্পতিবার।