তরুণ গগৈকে শেষ শ্রদ্ধা জানাতে গুয়াহাটি পৌঁছলেন রাহুল
গান্ধী। এ দিন সকালে তিনি লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ বিমানবন্দরে এসে নামেন। সেখান
থেকে তিনি সোজা যাচ্ছেন শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রে। ওখানেই অসমের প্রাক্তন
মুখ্যমন্ত্রীর মরদেহ শায়িত আছে শ্রদ্ধা নিবেদনের জন্য। তরুণ গগৈকে অন্তিম বিদায়
জানিয়ে রাহুল ফিরে যাবেন দিল্লির উদ্দেশ্যে।