প্রয়াত হয়েছেন আহমেদ প্যাটেল। গান্ধী পরিবারের অত্যন্ত
বিশ্বস্ত, সোনিয়া গান্ধীর ‘ম্যান ফ্রাইডে’ আহমেদ প্যাটেলের মৃত্যু হয়েছে
কোভিড-পরবর্তী জটিলতার কারণেই। তাঁর পুত্র ফয়জল প্যাটেল এ দিন ভোরে এ কথা টুইট করে
জানিয়েছেন। এক মাস আগে করোনা-আক্রান্ত হওয়ার পর থেকেই গুরুগ্রামের এক হাসপাতালে
ভর্তি ছিলেন আহমেদ প্যাটেল। বুধবার ভোড় সাড়ে তিনটের সময় তাঁর নিধন ঘটে। বয়স হয়েছিল ৭১ বছর।
আহমেদ
প্যাটেলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী
নরেন্দ্র মোদি, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা সহ অনেকেই। কংগ্রেসের শীর্ষ
স্ট্র্যাটেজিস্ট হিসেবে খ্যাত গুজরাতের রাজ্যসভার সাংসদ আহমেদ প্যাটেলের নিধনের
ফলে কংগ্রেস দলে যে এক বিশাল ক্ষতি হল, এ বিষয় নিশ্চিত। বিশেষত দেশে বিরোধী
রাজনীতির প্রেক্ষিতে যখন কংগ্রেসের অস্তিত্ব নিয়েই প্রশ্ন উঠছে, সেই সময় আহমেদ
প্যাটেলের মত প্রখর রাজনীতিবিদের প্রয়াণে এক গভীর শূন্যতার সৃষ্টি হল বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।