BARTALIPI, বার্তালিপি , Bengali News, Latest Bengali News, Bangla Khabar, Bengali News Headlines, বাংলা খবর
Tuesday, 11 May 2021  মঙ্গলবার, ২৭ বৈশাখ ১৪২৮
Bartalipi, বার্তালিপি, Bengali News Portal, বাংলা খবর

BARTALIPI, বার্তালিপি , Bengali News, Latest Bengali News, Bangla Khabar, Bengali News Headlines, বাংলা খবর

বাংলা খবর

বিশ্বের শীর্ষস্থানীয় বাংলা নিউজ পোর্টাল

পাথারকান্দিতে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষ

Bartalipi, বার্তালিপি, পাথারকান্দিতে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষ

দু‌টি বাইকের মু‌খোমুখী সংঘ‌র্ষে পাথারকা‌ন্দি বাইপাস সংলগ্ন সড়‌কে সংঘ‌টিত ভয়াবহ এক পথ দুর্ঘটনায় তিন ব‌্যা‌ক্তি গুরতর আহত হবার খবর পাওয়া গে‌ছে। এদের দুজন‌কে ক‌রিমগঞ্জ সি‌ভিল হাসপাতালে ভ‌র্তি করার পাশাপা‌শি একজন‌কে প্রাথ‌মিক চি‌কিৎসার পর ছে‌ড়ে দেওয়া গে‌ছে। অত্যাধিক মাত্রায় মদ্যপানের ফলেই এটি ঘটেছে ব‌লে জানা গে‌ছে। দুপু‌রে পাথারকান্দি মানিকপাড়া সংলগ্ন বাইপাসের উপর দুর্ঘটনা হয়

 

আহতদের একজনের নাম বাপন রবিদাস (১৯) ও অপরজন গৌতম নাথ (২০)। ত‌বে আরেকজন আরোহী যুব‌কের নাম‌ জানা যায়‌নি। দুপুর আনুমানিক সাড়ে বারোটা নাগাদ এই ভয়াবহ দুর্ঘটনাটি সংগঠিত হওয়ার পর স্থানীয়দের সহযোগে এদের এদের প্রথমে প্রাথমিক চিকিৎসার জন্য পাথারকান্দি হাসপাতালে নিয়ে আসা হয়। পরে দুজ‌নের অবস্থা সংকটজনক থাকায় তাদের তৎক্ষণাৎ করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। প্রাপ্ত তথ্য মতে দুপুর সাড়ে বারোটা নাগাদ তিনখাল থেকে বাপন রবিদাস বাইকে চেপে বারইগ্রাম অভিমুখে যাচ্ছিল। ঠিক সে সময় বারইগ্রাম থেকে গৌতম নাথ নামের অপর একটি যুবক পৃথক বাইকে চেপে পাথারকান্দি অভিমুখে আসছিল। হঠাৎ বাইপাসের উপর উভয় বাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ বাঁধার ফলেই বিপত্তি। হাসপাতালে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা বাপন রবিদাসের কাছে থেকে এক‌টি মদের বোতল উদ্ধার করেন। তাঁর সমস্ত শরীর থেকে মদের গন্ধ বেরোচ্ছিল ব‌লে জা‌নি‌য়ে‌ছেন কর্তব‌্যরত চি‌কিৎসকরা। অতিরিক্ত মদ্যপানের ফলে এই দুর্ঘটনা হয় বলে তাঁদের অভিমতবাইক দু’টি স্থানীয় পুলিশের হেফাজতে রয়েছে।