ক্রমশ স্বাস্থ্যের অবনতি হচ্ছে প্রবীণ কংগ্রেস নেতা প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ'র। রবিবার সন্ধে ডায়ালেসিস -এর জন্য নিয়ে যাওয়া হয়েছে তাঁকে, জানান স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। জিএমসিএইচ-এ প্রথম পর্যায়ের ডায়ালেসিস সম্পূর্ণ হয়েছে বলে জানিয়েছেন হসপিটাল সুপার অভিজিৎ শর্মা।
করোনা থেকে সেরে ওঠার পর ৮৪ বছরের এই বর্ষীয়ান কংগ্রেস নেতাকে ফের গুয়াহাটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় ২ নভেম্বর। নন ইনভ্যাসিভ ভেন্টিলেশনে রাখা হয় তাঁকে। শনিবার রাত থেকে তাঁর স্বাস্থ্যের বেশি অবনতি হতে থাকে। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল রবিবার হাসপাতালে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নেন। কথা বলেন চিকিৎসকদের সঙ্গে। তাছাড়া, বিধায়ক-সাংসদ, সংস্কৃতি কর্মীরা সময় সময় খবর নিচ্ছেন এই প্রবীণ রাজনীতিবিদের।