মৎস্য চাষে উল্লেখযোগ্য সফলতার জন্য চার-চারটি পুরস্কার পেয়েছে অসম ফিশারি বিভাগ। 'ওয়ার্ল্ড ফিশারিজ ডে' উপলক্ষে কেন্দ্র সরকারের তরফে এই অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়। মৎস্য চাষে সেরা রাজ্য, সেরা কৃষক, সেরা জেলা ও সেরা সংগঠন সব পুরস্কারই যায় অসমের ঝুলিতে।
শনিবার দিল্লির সিম্পোসিয়াম প্রেক্ষাগৃহে আয়োজিত অনুষ্ঠানে রাজ্যের পক্ষ থেকে বিভাগীয় পদাধিকারীরা কেন্দ্রীয় মন্ত্রী প্রতাপচন্দ্র সারেঙ্গির কাছ থেকে সম্মান গ্রহণ করেন করেন।
মীন বিভাগ ও রাজ্য প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানে কমিশনার সচিব রাকেশ কুমার সেরা রাজ্যের স্বীকৃতি হিসেবে ১০ লক্ষ নগদ অর্থ, স্মারক ও শংসাপত্র সমঝে নেন। পাশাপাশি নগাঁওয়ের জেলা উন্নয়ন আধিকারিক ড.রামেন্দ্র চন্দ্র বর্মন 'সেরা জেলা'র সম্মাননা গ্রহণ করেন। তাছাড়া, কৃষকের পুরস্কার পেয়েছেন অমল মেধি। তাঁকে দেওয়া হয় নগদ ১ লক্ষ ও শংসাপত্র।
বিভাগীয় মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য এই সফলতায় সাধুবাদ দেন কর্মী-আধিকারিকদের। একই সঙ্গে একটা বড়সড় অনুষ্ঠান করে সাফল্যের আনন্দ ভাগ করার পক্ষে সায় দেন তিনি। উত্তরপ্রদেশের মীন বিভাগের মন্ত্রী লক্ষী নারায়ণ চৌধুরীও শামিল ছিলেন।