BARTALIPI, বার্তালিপি , Bengali News, Latest Bengali News, Bangla Khabar, Bengali News Headlines, বাংলা খবর
Wednesday, 21 Apr 2021  বুধবার, ৭ বৈশাখ ১৪২৮
Bartalipi, বার্তালিপি, Bengali News Portal, বাংলা খবর

BARTALIPI, বার্তালিপি , Bengali News, Latest Bengali News, Bangla Khabar, Bengali News Headlines, বাংলা খবর

বাংলা খবর

বিশ্বের শীর্ষস্থানীয় বাংলা নিউজ পোর্টাল

কোভিড-চিকিৎসায় রেমডিসিভির প্রয়োগের সিদ্ধান্ত বাতিল হু-র

Bartalipi, বার্তালিপি, কোভিড-চিকিৎসায় রেমডিসিভির প্রয়োগের সিদ্ধান্ত বাতিল হু-র

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) শুক্রবার জানিয়েছে যে, কোভিড-চিকিৎসায় রেমডিসিভির ওষুধ ব্যবহারের নির্দেশকে বাতিল করা হয়েছে। হু-র বক্তব্য অনুযায়ী, গুরুতর অথবা মাঝারি অসুস্থ, কোনও ধরনের কোভিড-আক্রান্তের বেলায়ই রেমডিসভির প্রয়োগের ফলে উল্লেখযোগ্য শারীরিক উন্নতি ধরা পড়ার কোনও তথ্য প্রমাণ পাওয়া যায়নি। তাই করোনা-আক্রান্তের উপর এই ওষুধ ব্যবহারের প্রস্তাবকে স্থগিত রাখা হল।

 

ভারত-সহ বিশ্বের অনেক দেশেই কোভিড-চিকিৎসায় রেমডিসিভিরের ব্যবহার হয়ে আসছে। অসম তথা বরাক উপত্যকারও কোভিড চিকিৎসা কেন্দ্রে আক্রান্তদের রেমডিসিভির দেওয়া হচ্ছে বেশ কয়েক মাস ধরেই। রেমডিসিভির প্রয়োগের ফলে কোভিড-চিকিৎসায় সাড়া মিলেছে বলেই অভিমত স্থানীয় স্বাস্থ্য বিশেষজ্ঞদের। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার জারি করা এ দিনের নির্দেশনায় নিঃসন্দেহে ধন্দ বাড়বে চিকিৎসার ক্ষেত্রে। তবে ইণ্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ অবশ্য এ বিষয়ে এখনও তাদের মতামত জানায়নি।