পাথারকান্দির প্রবীণ শিক্ষিকা বাসন্তীলতা দে আর নেই। রবিবার রাত সাড়ে বারোটা নাগাদ তাঁর পাথারকান্দির মুণ্ডমালার নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।বয়স হয়েছিল ৯২। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন সবার প্রিয় অলি দিদিমণি। তিনি একদিকে যেমন স্কুল শিক্ষিকা ছিলেন অন্যদিকে সামাজিক কাজেও তার অবদান যথেষ্ট রয়েছে। পাথারকান্দি প্রেমময়ী সিনিয়র বেসিক স্কুলে শিক্ষিকার দায়িত্ব পালন করে ১৯৯২সালে এই স্কুল থেকেই অবসর গ্রহণ করেন।
স্থানীয় বিধায়ক কৃষ্ণেন্দু পাল,পাথারকান্দি প্রেমময়ী সিনিয়র বেসিক স্কুলের প্রধান শিক্ষক নরেন্দ্র দাস, পাথারকান্দি কর্মরত সাংবাদিক সংস্থার সম্পাদক সুরজিৎ সেন সহ অন্যান্য বিশিষ্ট জনেরা শোক প্রকাশ করেন প্রয়াত বিশিষ্ট শিক্ষিকার মৃত্যুতে।