বিহার রাজ্য থেকে অবৈধ উপায়ে অসমের বুক চিরে ত্রিপুরায় পাচার
করতে গিয়ে চুড়াইবাড়িতে অসম পুলিশের হাতে ধরা পড়ল দুটি
লরি বোঝাই গরু-সহ চার ব্যক্তি। এদের মধ্যে দু’জন গরুর মালিক ও অন্য দুজন লরিচালক বলে
পুলিশ সুত্রে জানা গেছে। সূত্র অনুযায়ী, গতকাল রাত সাড়ে
আটটা নাগাদ গরু বোঝাই দুটি লরি বিহার থেকে ত্রিপুরায় পাচারের মুখে আটক করেন
চুড়াইবাড়ি পুলিশ আউট পোস্টের ইনচার্জ
মিন্টু শীল। এ মর্মে বাজারিছড়া থানার ওসি মনুরঞ্জন সিনহা জানান, বিশেষ সুত্রের খবরের ভিত্তিতে এই দুটি গরু
বোঝাই লরি আটক করা গেছে। গতকাল চেকিংয়ের
সময়ে এ সাফল্য পায় পুলিশ। এ দিন পুলিশি তল্লাশিতে দু’টি লরি ধরা পড়ে। মোট একষট্টি গরু উদ্ধার করা হয়। তিরিশটি পূর্ণবয়স্ক গরু ও একত্রিশটি বাছুর গরু পাওয়া যায় লরির মধ্যে।
কিন্তু লরির সাথে বৈধ কাগজপত্র না থাকায় সবাইকে আটক করা হয়। আজ ধৃতদের আদালতে পেশ করা হলে তাদের জেল হাজতে প্রেরণ করা হয় ও গরুগুলি রাখা হয়েছে পুলিশি হেফাজতে।
