রাতাবাড়ি বিধানসভা কেন্দ্রে এ দিন ভিন্ন মেজাজে পাওয়া গেছে মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ‘রাম-লক্ষ্মণ’ জুটি সাংসদ কৃপানাথ মালাহ ও বিধায়ক বিজয় মালাকারকে। উভয়কে মাইক হাতে
নব্বই দশকের একটি জনপ্রিয় হিন্দি ছবির গানে মঞ্চ মাতাতে দেখা যায়। মূলত কালীপূজা উপলক্ষে সিংলাছড়া বাগানে সাংস্কৃতিক
অনুষ্ঠানের আয়োজন হয়। এতে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃপানাথ ও বিজয়। এক সময়
দর্শকদের মধ্যে থেকে তাঁদেরকে গান গাওয়ার জন্য জোরালো দাবি উঠে। উৎসাহীদের অবশ্য বিমুখ
করেননি ‘রাম-লক্ষ্মণ’। মঞ্চে উঠে দরাজ গলায় দ্বৈত কণ্ঠে গাইলেন নব্বই দশকের দিব্যা ভারতী ও ঋষি
কাপুর অভিনিত জনপ্রিয় হিন্দি ছবি দিওয়ানা-র জনপ্রিয় ‘সোচেঙ্গে তুমে প্যায়ার করকে নেহি’ গানটি৷ এমনকি দস্তুরমতো মাতালেনও দু’জনে। সাংসদ-বিধায়কের গানের
ভিডিওটি ভাইরাল হয়েছে ফেসবুক-হোয়াটস্অ্যাপে। আগেও একবার
ব্যান্ডপার্টির তালে কোমর দুলিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল
হয়েছিলেন কৃপানাথ ও বিজয়।