বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন নীতীশ কুমার। স্বরাষ্ট্রমন্ত্রী অমিতশাহ, বিজেপি সভাপতি জগতপ্রকাশ নাড্ডা সহ অন্যান্য রাজনৈতিক নেতারা অংশ নেন শপথগ্রহণ অনুষ্ঠানে। সোমবার বিকেলে পাটনার রাজভবনে রাজ্যপাল ফাগু চৌহান শপথবাক্য পাঠ করান মুখ্যমন্ত্রী সহ বাকি কেবিনেট মন্ত্রীকে। বিজেপি নেতা তারকিশোর প্রসাদ ও রেনু দেবী দুই উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন এ দিন। তবে, আরজেডি ও কংগ্রেস শপথগ্রহণ অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত নেয়। ফলে, দুই দলের কোনও নেতা-বিধায়কই উপস্থিত ছিলেন না।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিহারের এনডিএ সরকার সহ মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে অভিনন্দন জানান। টুইট করে বলেন, কেন্দ্র সবসময় বিহারের উন্নয়নে পাশে থাকবে। জেডিইউ-র সঙ্গে মিলেমিশে রাজ্যের উন্নয়নে কাজ করবে বিজেপি। একই সঙ্গে জেডিইউ কর্মী-বিধায়কদের যে কোনও অভাব-অভিযোগ মেটাতেও কেন্দ্র অগ্রণী ভূমিকা নেবে বলেও জানিয়েছেন মোদি।
উল্লেখ্য, সদ্য সমাপ্ত বিহার বিধানসভা নির্বাচনে ২৪৩ আসনের মধ্যে ১২৫ টি যায় এনডিএ-র দখলে। তারপরই সংখ্যাগরিষ্ঠ জোট হিসেবে রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি জানায় এনডিএ। রাজ্যপাল এফ চৌহান সাড়া দেন। এ দিকে, দলীয় বৈঠক শেষে রবিবার কেন্দ্রীয় পর্যবেক্ষক প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এনডিএ জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ৬৯ বছরের নীতীশ কুমারের নাম ঘোষণা করেন। ফলে, এ নিয়ে সাতবার বিহারের মুখ্যমন্ত্রী দায়িত্বভার নেওয়ার সুযোগ পেলেন নীতীশ কুমার।