BARTALIPI, বার্তালিপি , Bengali News, Latest Bengali News, Bangla Khabar, Bengali News Headlines, বাংলা খবর
Sunday, 07 Mar 2021  রবিবার, ২৩ ফাল্গুন ১৪২৭
Bartalipi, বার্তালিপি, Bengali News Portal, বাংলা খবর

BARTALIPI, বার্তালিপি , Bengali News, Latest Bengali News, Bangla Khabar, Bengali News Headlines, বাংলা খবর

বাংলা খবর

বিশ্বের শীর্ষস্থানীয় বাংলা নিউজ পোর্টাল

মৃত্যুর কাছে পরাজিত হলেন অপরাজিত অপু

Bartalipi, বার্তালিপি, মৃত্যুর কাছে পরাজিত হলেন অপরাজিত অপু

মৃত্যুর সঙ্গে চল্লিশ দিন টানা লড়াই করে হার মানলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। অবসান হল দীর্ঘ ছয় দশকের এক অভিনয় জীবনের। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে রবিবার ১২ টা ১৫ মিনিটে কলকাতার বেলভিউ হাসপাতালে জীবনাবসান হয় তাঁর। বয়স হয়েছিল ৮৫। আড়াইশো'র বেশি ছবিতে অভিনয় করেছেন সত্যজিৎ রায়ের মানসপুত্র বলে খ্যাত সৌমিত্র চট্টোপাধ্যায়। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কিংবদন্তিকে শেষ শ্রদ্ধা জানাতে পৌঁছে গেছেন হাসপাতালে।


৬ অক্টোবর করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় । তারপর থেকে বিভিন্নভাবে তাঁকে সুস্থ করে তুলতে চেষ্টা চালিয়ে গেছেন চিকিৎসকরা। এমনকী মেডিক্যাল বোর্ড পর্যন্ত গঠন করা হয়েছিল। শারীরিক অবস্থার ভাল-মন্দ চলছিল এতদিন ধরেই। কিন্তু গত শুক্রবার থেকে স্বাস্থ্যের বেশি অবনতি হয়। আজ সকালে গভীর কোমায় চলে যান তিনি। চিকিৎসায় কোনও সাড়া দিচ্ছেন না বলে জানান মেডিক্যাল বোর্ডের প্রধান অরিন্দম কর। শেষ পর্যন্ত চিরতরে আলবিদা জানালেন 'দাদা সাহেব ফালকে' সম্মানে ভূষিত এই বিশ্ববরেণ্য অভিনেতা। নক্ষত্র পতন হল বাংলা চলচ্চিত্র জগতের।শর্মিলা ঠাকুর, অপর্ণা সেন সহ নবীন-প্রবীণ অভিনেতা-অভিনেত্রী  ও নানা মহলের  ব্যক্তিত্ব শোক প্রকাশ করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়-এর মৃত্যুতে।