সাংবাদিক পরাগ ভুঁইয়ার মৃত্যুর তদন্তভার রাজ্য সরকারের সিআইডি-র উপর দিলেন মুখ্যমন্ত্রী
সর্বানন্দ সনোয়াল। বৃহস্পতিবারে এক টুইট করে সনোয়াল জানান যে, পরাগ ভুঁইয়ার মৃত্যু
নিয়ে বিভিন্ন মহল থেকে অভিযোগ আসছে। তাই এ বিষয়ে এক সিআইডি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
পাশাপাশি, তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।
উল্লেখ্য, বুধবার রাতে তিনসুকিয়া জেলার কাকোপাথারে তাঁর বাড়ির সম্মুখে এক গাড়ির
ধাক্কায় আহত হন পরাগ। হাসপাতালে ভর্তি করা
হলেও আঘাত গুরুতর হওয়ায় বৃহস্পতিবার তাঁর মৃত্যু ঘটে। এরপরেই রাজ্যের বিভিন্ন মহল থেকে
এই ঘটনার নিন্দা জানানো হয়। অনেকে এটা দুর্ঘটনা না কি খুন এ নিয়ে সন্দেহ প্রকাশ করতে
শুরু করেন। এই ক্ষোভের আঁচ পেয়েই মুখ্যমন্ত্রীর সিআইডি তদন্তের নির্দেশ বলেই ধারণা
করা হচ্ছে।
পুলিশ এ মামলায় ইতিমধ্যেই দু’জনকে গ্রেফতার করেছে। গাড়িটিও
বাজেয়াপ্ত করা হয়েছে।