বাৰ্তালিপি প্ৰতিবেদন, ১০ ডিসেম্বর : সারা দেশের মধ্যে পুলিশের বিদ্ধে মামলা দায়ের হওয়ার সংখ্যার নিরিখে শীৰ্ষস্থানে রয়েছে অসম৷ ন্যাশনাল ক্রাইম রেকৰ্ডস ব্যুরোর (এনসিআরবি) প্ৰতিবেদনে এই উদ্বেগজনক তথ্য প্ৰকাশ পেয়েছে৷ আর এতে অসম পুলিশের মূলমন্ত্ৰ ‘জনহিত জনসেবাৰ্থে’ বাস্তবে রূপায়িত হওয়ার ক্ষেত্ৰে বিভিন্ন প্ৰরে অবতারণা হয়েছে৷ এর পাশাপাশি পুলিশের খাকি পোশাক কলঙ্কিত করার বহু ঘটনাও ঘটেছে৷ এভাবে বিভিন্ন সময়ে উত্থাপিত একাধিক অভিযোগ রাজ্যের পুলিশ বিভাগকে জনগণের কাঠগড়ায় এনে দাঁড় করিয়েছে৷
এনসিআরবি-র ২০২০ সালে প্ৰতিবেদনে উল্লেখ করা তথ্য অনুসারে অসম পুলিশের বিদ্ধে দাখিল হওয়া মামলার সংখ্যা ২১৭৯টি৷ অসমের ঠিক পেছনে দ্বিতীয় স্থানে থাকা মহারাষ্ট্ৰ৷ কিন্তু লক্ষণীয় বিষয় হল, মহারাষ্ট্ৰের পুলিশের বিদ্ধে মামলার সংখ্যা অনেক কম৷ মাত্ৰ ৪০৭টি৷
(বিস্তারিত পড়তে চোখ রাখুন বাৰ্তালিপি পত্ৰিকায়)