এবারে সংখ্যালঘু ছাত্র বৃত্তি প্রকল্পের দুর্নীতি তদন্তে নেমে পড়েছে সিবিআই।কেন্দ্রের নির্দেশেই হচ্ছে এই তদন্ত। অসম সখ্যIলঘু উনয়ন বোর্ডের সৈয়দ মুমিনুল আওয়াল একথা জানিয়েছেন। বলেন, অসম সহ দেশের বিভিন্ন রাজ্যেই এই মাইনোরিটি প্রি-মেট্রিক স্কলারশিপ দুর্নীতি চলছে। ফলে কেন্দ্র বিশেষ নজর দিয়েছে এই ইস্যুতে।
মুমিনুল আওয়াল আরও জানান, এই দুর্নীতির বিষয়টি সামনে আসার পরই মাইনোরিটি অ্যাফেয়ার্স-এর কেন্দ্রীয় মন্ত্রী মুক্তার আব্বাস নকভির সঙ্গে যোগাযোগ করা হয়। আর্জি রাখা হয় কড়া পদক্ষেপের। শেষপর্যন্ত সিবিআই তদন্তের নির্দেশ দেয় কেন্দ্র। অসমের পাশাপাশি বিহার, পঞ্জাব ও ঝাড়খণ্ডেও তদন্তে নামছে সিআইডি। সংখ্যালঘু ছাত্র বৃত্তি কেলেঙ্কারিতে রাজ্যে ইতিমধ্যে ২১ জনকে হেফাজতে নিয়েছেসিআইডি। তবে, এবারে এই তদন্তের ভার সামলাবে সিবিআই।
উল্লেখ্য, সংখ্যালঘু প্রি-মেট্রিক স্কলারশিপ প্রকল্পের অন্তর্গত ৫০ শতাংশ নম্বর ও ১ লক্ষ অবধি বার্ষিক পারিবারিক আয় থাকা পড়ুয়াদের সুবিধা দেওয়া হয়েছে। বছরে ১০,৭০০ টাকা করে বৃত্তি দেওয়ার ব্যবস্থা রয়েছে।