BARTALIPI, বার্তালিপি , Bengali News, Latest Bengali News, Bangla Khabar, Bengali News Headlines, বাংলা খবর
Tuesday, 11 May 2021  মঙ্গলবার, ২৭ বৈশাখ ১৪২৮
Bartalipi, বার্তালিপি, Bengali News Portal, বাংলা খবর

BARTALIPI, বার্তালিপি , Bengali News, Latest Bengali News, Bangla Khabar, Bengali News Headlines, বাংলা খবর

বাংলা খবর

বিশ্বের শীর্ষস্থানীয় বাংলা নিউজ পোর্টাল

সৎ মানুষের বিরুদ্ধেই ব্যবস্থা নেয় আসু নেতৃত্ব, আক্ষেপ প্রাক্তন ছাত্র নেতার

Bartalipi, বার্তালিপি, সৎ মানুষের বিরুদ্ধেই ব্যবস্থা নেয় আসু নেতৃত্ব, আক্ষেপ প্রাক্তন ছাত্র নেতার

ক'দিন আগে পর্যন্ত তিনি সারা অসম ছাত্র সংস্থা(আসু)'র সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। কিন্তু বর্তমানে সংগঠনের সঙ্গে তাঁর মতবিরোধ তুঙ্গে। এমনকী প্রাক্তন এই আসু নেতা সীমান্ত ঠাকুরিয়া আদালতের দ্বারস্থ হওয়ার কথাও ঘোষণা করেছেন । বর্তমান আসু সভাপতি দীপাংক নাথ ও সম্পাদক লুরিন জ্যোতি গগৈ'র বিরুদ্ধে ১ কোটি টাকার মানহানির মামলা করবেন বলে সাফ করেছেন সীমান্ত। বৃহস্পতিবার খোদ সাংবাদিকদের এব্যাপারে স্পষ্ট করেন তিনি।

প্রাক্তন আসু নেতার অভিযোগ, ৩ নভেম্বর আসু'র কার্যনির্বাহী কমিটির বৈঠকে তাঁকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়। অথচ, এর একমাস আগেই দল থেকে পদত্যাগ করেন তিনি। এমনটা করে অপমান করা হয়েছে তাঁকে। সীমান্ত ঠাকুরিয়ার কথায়, পদত্যাগ করার মাসখানেক পর সংস্থা থেকে তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। যেখানে তিনি আগে থেকেই আনুষ্ঠানিক পদত্যাগ দিয়েছেন তিনি, এই জায়গায় বহিষ্কারের কথা আসে কেমন করে। উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই সমাজে তাঁর ভাবমূর্তি খর্ব করা হয়েছে বলেও অভিযোগ ঠাকুরিয়ার। তাই মানহানির মামলার জন্য আদালতের দ্বারস্থ হয়েছেন, মন্তব্য প্রাক্তন আসু নেতার। আক্ষেপের সুরে জানান, একাগ্র চিত্তে সংগঠনের সঙ্গী ছিলাম। তবে সৎ ও নিষ্ঠাবান মানুষকেই চেপে ধরে আসু নেতৃত্ব। ব্যবস্থা নেওয়া হয় তাদের বিরুদ্ধেই।