বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারই হচ্ছেন। গেরুয়া দলের বৈঠকে বুধবার এই ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সংসদীয় গণতন্ত্রে রীতি অনুযায়ী নির্বাচিত বিধায়কদের বৈঠকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করা হয়।
প্রধানমন্ত্রী বলেন, শুধু বিহার নয় সারা দেশেই গেরুয়া দলের উত্থানের পেছনে মাতৃশক্তি গুরুতপূর্ণ ভূমিকা নিয়েছেন। বিহারও এর অন্যথা নয়। কংগ্ৰেসের নাম উল্লেখ না করেই তীব্র সমালোচনা করে তিনি বলেন পরিবারতান্ত্রিক দলকে নয়, বিজেপির প্রতিই আস্থা প্রকাশ করেছে দেশের মানুষ। বিহারে আরজেডি দলের উত্থান এবং তেজস্বী যাদবের প্রসঙ্গ উল্লেখ না করেই মোদি সাফ জানিয়ে দেন নীতীশবাবুই বিহারের মুখ্যমন্ত্রী হচ্ছেন।
উল্লেখ্য পিছিয়ে পড়া রাজ্য বিহারে এই লালুপ্রসাদের দল আরজেডির হাত ধরেই একবার মুখ্যমন্ত্রী হয়েছিলেন নীতীশ কুমার। মোদির বক্তব্যে স্পষ্ট আত্মনির্ভর ভারত গড়ার স্লোগান দিয়ে আসলে কংগ্ৰেস আমলে দিল্লি থেকে যেভাবে মুখ্যমন্ত্রী চাপিয়ে দেওয়া হত ঠিক সেই পথই কি অনুসরণ করলেন না মোদি!