হেরোইন সহ দুই পাচারকারী পুলিশের জালে ধরা পড়ল ত্রিপুরা কাঞ্চনপুরে। এসডিপিও বিক্রমজিৎ শুক্লাদাস ও ওসি মৃণাল পাল গোপন সূত্রের ভিত্তিতে মঙ্গলবার বিকেল চারটা নাগাদ সদলবলে অভিযান চালান। এতেই হাতে আসে সফলতা। কাঞ্চনপুর জয়শ্রী রোডের মালাকার বস্তি থেকে হেরোইন সমেত দুই পাচারকারীকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। এদের কাছ থেকে উদ্ধার করে প্রায় দেড় লক্ষাধিক টাকার হেরোইন।
ধৃত সনদ চাকমা(৩৭)ও রজত দাস'কে(৩৬) হেরোইন সমেত ধর্মনগর সেশন আদালতে তোলা হয় বুধবার। পরে আদালতের নির্দেশে জেল হাজতে পাঠানো হয় তাদের।