অন্যান্য ধর্মের মতো
হিন্দুদেরও উৎসব পালনের পূর্ণ অধিকার রয়েছে। পাশাপাশি, অসমে কোভিড পরিস্থিতির যথেষ্ঠ
উন্নতি হয়েছে। ফলে দীপাবলি ও কালীপুজোয় কোনও নিষেধাজ্ঞা থাকছে না। বাজিপটকা পোড়ানোয়ও
কোনও বাধানিষেধ নেই। এ কথা আজ জানিয়েছেন অর্থ ও স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
যদিও স্বাস্থ্য বিশেষজ্ঞদের অভিমত ছিল, দীপাবলিতে বাজি পোড়ানোয় বিধিনিষেধ রাখা উচিত।
দিল্লি, পশ্চিমবঙ্গ-সহ দেশের বেশ কয়েকটি রাজ্য ইতিমধ্যে নিষেধাজ্ঞা আরোপ করেছে বাজির
উপর। তবে অসমে রাজ্য সরকার অবশ্য সে পথে হাঁটেনি।
