BARTALIPI, বার্তালিপি , Bengali News, Latest Bengali News, Bangla Khabar, Bengali News Headlines, বাংলা খবর
Tuesday, 11 May 2021  মঙ্গলবার, ২৮ বৈশাখ ১৪২৮
Bartalipi, বার্তালিপি, Bengali News Portal, বাংলা খবর

BARTALIPI, বার্তালিপি , Bengali News, Latest Bengali News, Bangla Khabar, Bengali News Headlines, বাংলা খবর

বাংলা খবর

বিশ্বের শীর্ষস্থানীয় বাংলা নিউজ পোর্টাল

হিমন্তের বিতর্কিত ভিডিও থেকে নিষেধাজ্ঞা তুলে দিল ফেসবুক

Bartalipi, বার্তালিপি, হিমন্তের বিতর্কিত ভিডিও থেকে নিষেধাজ্ঞা তুলে দিল ফেসবুক

ফেসবুকের সঙ্গে শাসক দল বিজেপির দহরম-মহরম রয়েছে বলে বিতর্কের মধ্যেই মাত্র দু’দিনের মাথায় হিমন্ত বিশ্ব শর্মার বিতর্কিত পোস্টের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল মার্ক জুকেরবার্গের সোশ্যাল মিডিয়া মাধ্যমটি। অসমের স্বাস্থ্যমন্ত্রী নিজেই দুপুরবেলা টুইট করে এ কথা জানিয়েছেন। হিমন্ত বিশ্ব টুইটার হ্যান্ডেলে জানিয়েছেন, তাঁর ভিডিও পোস্টটি সঠিক ছিল। এতে কোনও ধরনের জালিয়াতি করা হয়নি। ভিডিওটি ফেসবুক আবার খুলে দেওয়ায় তিনি সন্তোষ ব্যক্ত করেছেন।       

 

শিলচর বিমানবন্দরে বদরুদ্দিন আজমলকে অভ্যর্থনা জানাতে আসা তাঁর সমর্থকরা ‘পাকিস্তান জিন্দাবাদ’ ধ্বনি দিয়েছেন, এ অভিযোগ করে শুক্রবার ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছিলেন হিমন্ত বিশ্ব শর্মা। শনিবার ওই ভিডিওটি ব্লক করে দেয় ফেসবুক। অর্থাৎ, হিমন্ত বিশ্ব যে ভিডিওটি পোস্ট করেছিলেন সেটির সঠিক নয় বলেই ফেসবুক কর্তৃপক্ষ বুঝিয়ে দিয়েছিলেন। কিন্তু ৪৮ ঘন্টার মধ্যেই তা ফের খুলে দেওয়া হয়।

 

বিজেপির সঙ্গে ফেসবুকের আঁতাত রয়েছে বলে গত বেশ কিছুদিন ধরে অভিযোগ। জুকেরবার্গের এই বিশ্বজোড়া সোশ্যাল মিডিয়ার ভারতের প্রতিনিধি আঁখি দাস সরাসরি বিজেপির হয়ে কাজ করছেন বলে অভিযোগ রয়েছে। আঁখি অবশ্য সম্প্রতি ফেসবুক ছেড়ে বেরিয়ে এসেছেন। তিনি ২০২১-এর ভোটে বিজেপির প্রার্থী হচ্ছেন বলেও খবর রয়েছে।