হিমন্ত বিশ্ব শর্মার
বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন অসম প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক রঞ্জন বরা। এদিন
গুয়াহাটির ভাঙাগড় পুলিশ থানায় এফআইআরে রঞ্জনের অভিযোগ, ফেসবুকে ভুল তথ্য পোস্ট করে
ধর্মীয় অশান্তি সৃষ্টির প্রয়াস করেছেন রাজ্যের অর্থ ও স্বাস্থ্যমন্ত্রী। তাঁর দাবি,
হিমন্ত বিশ্ব শর্মার সাম্প্রদায়িক মন্তব্য করার অভ্যাস বরাবরেরই। এবারও তিনি শিলচর বিমানবন্দরে এক
রাজনৈতিক নেতাকে স্বাগত জানানোর সময় ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান উঠেছিল বলে একটি
ভুল তথ্য সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন। এমনটা করে আসলে তিনি বিভিন্ন জাতির মধ্যে এক অস্থির
পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করেছেন। এমন কার্যকলাপ ভারতীয় দণ্ডবিধির ১৫৩(এ) ধারায় দণ্ডনীয়
অপরাধ। পাশাপাশি তথ্যপ্রযুক্তির আইনের ৬৭নং ধারায়ও এটি অপরাধ। রঞ্জনের বক্তব্য, এই
দুই ধারায় অবিলম্বে গ্রেফতার করা হোক হিমন্ত বিশ্ব শর্মাকে। কয়েক মাস পরেই অসমে বিধানসভা
ভোট, এই সময় হিমন্ত বিশ্বর এ ধরনের উস্কানিমূলক মিথ্যা বিবৃতি আইনশৃঙ্খলা অবনতি ঘটাতে
পারে বলে আশঙ্কা ব্যক্ত করেছেন রঞ্জন বরা।
উল্লেখ্য, শিলচর বিমানবন্দরে বদরুদ্দিন আজমলকে অভ্যর্থনা
জানাতে আসা তাঁর সমর্থকরা ‘পাকিস্তান জিন্দাবাদ’ ধ্বনি দিয়েছেন বলে অভিযোগ করেছিলেন
হিমন্ত। এ নিয়ে ফেসবুকে হিমন্ত একটি ভিডিও পোস্ট করেন। এরপর থেকেই এ নিয়ে শোরগোল ওঠে
বিভিন্ন মহলে। এআইইউডিএফ দলের পক্ষ থেকে এমন ধ্বনি ওঠার অভিযোগ অস্বীকার করা হয়।