ফেসবুকে তাঁর পোস্ট করা ভিডিওর তথ্য ভুল বলে দাবি করেছে।
ফেসবুকের সহযোগী সংস্থা বুম লাইভের তদন্তে প্রকাশ, শিলচর বিমানবন্দরে ‘পাকিস্তান জিন্দাবাদ’
ধ্বনির ওঠার অভিযোগ সঠিক নয়। হিমন্ত বিশ্ব শর্মা অবশ্য বিষয়টি এ দিন কিছুটা এড়িয়েই
গেলেন। তাঁর সাফাই, “ফেসবুক কী করেছে না করেনি সেটা তাদের বিষয়। এ নিয়ে আমি কোনও মন্তব্য
করতে সক্ষম নই। এটা ফেসবুকের অভ্যন্তরীণ নীতি। তবে বদরুদ্দিন আজমল কোথাও গেলে ‘আজিজ
খান জিন্দাবাদ’ ধ্বনি কেন উঠবে? বরং জয়ধ্বনি তো আজমলের নামেই দেওয়া উচিত।”
যদিও বুম লাইভের তদন্তে বলা হয়েছে, বিমানবন্দরে ‘আজিজ
খান জিন্দাবাদ’ ধ্বনির সঙ্গে ‘আজমল জিন্দাবাদ’ ধ্বনিও শোনা গেছিল।