BARTALIPI, বার্তালিপি , Bengali News, Latest Bengali News, Bangla Khabar, Bengali News Headlines, বাংলা খবর
Sunday, 07 Mar 2021  রবিবার, ২৩ ফাল্গুন ১৪২৭
Bartalipi, বার্তালিপি, Bengali News Portal, বাংলা খবর

BARTALIPI, বার্তালিপি , Bengali News, Latest Bengali News, Bangla Khabar, Bengali News Headlines, বাংলা খবর

বাংলা খবর

বিশ্বের শীর্ষস্থানীয় বাংলা নিউজ পোর্টাল

অসম-মিজো সীমানায় পরিস্থিতি খতিয়ে দেখলেন রাজ্য পুলিশের শীর্ষকর্তা

Bartalipi, বার্তালিপি, অসম-মিজো সীমানায় পরিস্থিতি খতিয়ে দেখলেন রাজ্য পুলিশের শীর্ষকর্তা

মিজো আগ্রাসন যেন কিছুতেই থামতে চাইছে না। অসম-মি‌জোরাম সীমা‌ন্তের ক‌রিমগঞ্জ জেলার বাজা‌রিছড়া থানাধীন মেদ‌লিছড়ায় সীমা‌ন্তে উত্তপ্ত পরিস্থিতি এখনও বিরাজ কর‌ছে। এ বিষয় নিয়ে বারক‌য়েক দু‌টি রা‌জ্যের শীর্ষস্ত‌রীয় প্রশাস‌নিক আলোচনা হ‌য়ে গে‌লেও সমস‌্যা সেই ‌তি‌মি‌রেই বিরাজ কর‌ছে। এ নিয়ে শুক্রবার বিকেলে পাথারকান্দির মেদ‌লিছড়া এলাকা প‌রিদর্শন কর‌লেন রাজ‌্য পু‌লি‌শের আই‌জি‌পি সহ জেলা প্রশাস‌নের কর্মকর্তারা। ত‌বে এর পরেও সীমা‌ন্তে সৃষ্ট জটলার তেমন কোনও উন্ন‌তি হওয়ার খবর নেই। আর এ বিষ‌য়ে বারবার মি‌জো প্রশাসন তা‌দের আগ্রাসী ম‌নোভাব দে‌খি‌য়ে চল‌ছে ব‌লে অভি‌যোগ উঠ‌ছে। এমন‌কি বিবা‌দিত স্থা‌নে এখনও মি‌জো পু‌লি‌শের ব‌্যরি‌কেড ব‌সি‌য়ে নিয়‌মিত চে‌কিংও অব‌্যাহত র‌য়ে‌ছে। এদি‌কে আজ রাজ‌্য পুলিশের আইজিপি(আইন শৃঙ্খলা) দীপক কেডিয়া সহ দক্ষিণ অসম জো‌নের ডিআইজি দিলীপকুমার দে করিমগঞ্জের জেলাশাসক অন্বামুপালানিস্বামী, পুলিশ সুপার মায়াঙ্ক কুমার-সহ বন বিভাগের আধিকারিকরা মেদ‌লিছড়ায় উপস্থিত হয়ে মিজোরামের দখলে থাকা অসমের মাঠি ও সীমান্ত এলাকার সা‌র্বিক আইন শৃঙ্খলা প‌রি‌স্থি‌তির খোজ নেন। সীমান্তের মেদলিছড়া সেতুর পা‌শে দাঁ‌ড়ি‌য়ে ম‌্যাপ হা‌তে রাজ‌্য পু‌লি‌শের আইজিপি কে‌ডিয়া অস‌মের সীমান্ত সম্প‌র্কে বন বিভাগের আধিকারিকদের কাছে জান‌তে গে‌লে তা‌দের এক কর্তা আগা‌গোড়া না জে‌নে স্থানীয় সেতুটিই সীমান্ত এলাকা ব‌লে জানান দি‌য়ে উপ‌স্থিতব‌র্গের কা‌ছে এক হা‌স্যের পাত্র হন।বন বিভা‌গের এমন উত্ত‌রে অসন্তু‌ষ্টি প্রকাশ ক‌রে‌ছেন খোদ জেলাসাশক। তিনি জানান,কুস্থল থে‌কে প্রায় আড়াই কিলোমিটার দূ‌রে র‌য়ে‌ছে দু‌ রা‌জ্যের মুল সীমানা।‌ সেখা‌নে সীমা‌ন্তের পুর‌নো খু‌টিও র‌য়ে‌ছে। প‌রে ওপা‌রে থাকা মি‌জো পু‌লি‌শের সা‌থে রা‌জ্যের আই‌জি‌পি কথা বল‌তে চাই‌লে তারা কোনও সাড়া দেয়‌নি ব‌লে জানা গে‌ছে। ফ‌লে আজ‌কের সীমান্ত প‌রিদর্শন কার্যসূচিটি যে ফলপ্রসু হয়নি তা বলাই যায়।এদি‌কে স্থানীয়‌দের প‌ক্ষ থেকে আলাল উদ্দিন, সাধন মালাকার সহ অন‌্যরা ক্ষোভ ব্যক্ত করে জানান যে অসমে প্রায় আড়াই কিলোমিটার জ‌মি মিজোরা দীর্ঘ দিন থেকে দখল করে তাদের বলে দাবি করে আসছে। অসমের ভুমি মিজোরামের দখলে রয়েছে আজকের দিনে তা কারও অজানা নয়।‌ কিন্তু বিষয়‌টি নি‌য়ে প্রশাসন বারবার লোক দেখা‌নো নাটক ক‌রে চল‌লেও রাজ‌্য সরকার গুরুত্বপূর্ণ ইস‌্যু‌টি নি‌য়ে তেমন মাথা ঘামা‌চ্ছে না।এটা অত‌্যন্ত প‌রিতা‌পের বিষয়। তারা আরও জানান যে এরমধ্যেই বিবা‌দিত এলাকায় এসএস‌বি জওয়ান‌দের নি‌য়োগ করা হ‌লেও পাহাড়ি এলাকার জনম‌নে আতঙ্ক বে‌ড়ে চল‌ছে। তারা সমুহ বিষয়‌টি নি‌য়ে রা‌জ্যের রাজ‌্যপাল সহ মূখ্যমন্ত্রীর  হস্ত‌ক্ষেপ কামনা ক‌রে‌ছেন