তাঁর দলীয় সমর্থকদের বিরুদ্ধে শিলচর বিমানবন্দরে ‘পাকিস্তান জিন্দাবাদ’
স্লোগান উঠার অভিযোগ উঠেছে। তিনি, এআইইউডিএফ-প্রধান বদরুদ্দিন আজমল অবশ্য গোটা
ঘটনা অস্বীকার করেছেন। আজমলের স্পষ্ট বক্তব্য, “গোটা দলকে হেয় প্রতিপন্ন করার জন্য
এক প্রবল অপপ্রয়াস শুরু হয়েছে হিমন্ত ও বিজেপি দলের পক্ষ থেকে। বৃহস্পতিবার শিলচর বিমানবন্দরে
এমন কোনও ঘটনাই হয়নি। সেখানে প্রচুর নিরাপত্তাকর্মী-সহ সংবাদমাধ্যমের
অনেকেই উপস্থিত ছিলেন। কারো কানেই এমন কোনও স্লোগান গেল না। অথচ হিমন্ত বিশ্ব শর্মার
টুইটের ভিডিও-তে সেটা নজরে পড়ল। আমি নিশ্চিত, এই ভিডিও জাল করে অশান্তি সৃষ্টির উদ্দেশ্যে
ছড়িয়েছে বিজেপির লোকেরাই।”
আজমল এও বলেন যে, ক্ষমতা টিকিয়ে
রাখতে পারবেন না জেনেই অহেতুক পাকিস্তান-বাংলাদেশের কথা হিমন্ত বিশ্ব শর্মারা টেনে
আনছেন অসমের ভোটে। এরকম নোংরা কৌশল করছেন ভোট পাওয়ার জন্য। আমি বলছি, রাজ্য সরকার
উচ্চ পর্যায়ের তদন্ত করুক এই গোটা বিষয়ে। আর পুরো ঘটনার পেছনে প্রকৃত দোষীকে খুঁজে
বের করুক।