শিলচর
বিমানবন্দরে বৃহস্পতিবার এআইইউডিএফ সুপ্রিমো বদরুদ্দিন আজমলের অভ্যর্থনায় ‘পাকিস্তান
জিন্দাবাদ’ স্লোগান তুলেছেন তাঁর সমর্থকরা। এ দিন এই অভিযোগ করেছেন হিমন্ত বিশ্ব
শর্মা। তিনি একটি ভিডিও টুইট করে লিখেন, অ্যান্টি ন্যাশনালদের কাণ্ডকারখানা দেখুন।
আজমলের সমর্থনে আসা লোকেরা পাকিস্তান জিন্দাবাদ বলে চিৎকার করছেন। অথচ দেশকে
বিভাজিত করার প্রচেষ্টা করা এমন মানুষকে শক্তি যোগায় কংগ্রেস। এমনকি এদের সঙ্গে
জোটের পরিকল্পনাও করছে কংগ্রেস দল।
যদিও
এই ভিডিও আসার পর অনেকেই এর সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেন। পরে এআইইউডিএফ দলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম
সাংবাদিকদের জানিয়েছেন, এ ধরণের কোনও স্লোগান উঠেনি। দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক
আজিজ খানের সমর্থনে চিৎকার করছিলেন তাঁর সমর্থকরা। সেটাকেই কৌশলে পাকিস্তান
জিন্দাবাদ বলে প্রমাণ করার নোংরা প্রয়াস করেছেন হিমন্ত বিশ্ব শর্মা।