রাজ্যে কংগ্রেস-ইউডিএফের জোট সরকার ক্ষমতায় এলে
ফের মাদ্রাসাগুলোকে চালু করা হবে। এদিন হাতিসিংমারিতে এক দলীয় সভায় এ কথা বলেন এআইইউডিএফ
সুপ্রিমো বদরুদ্দিন আজমল। তাঁর কথায়, হিমন্ত বিশ্ব শর্মা কংগ্রেস-ইউডিএফের জোটকে রীতিমত
ভয় পাচ্ছেন। তাই উল্টোপাল্টা মন্তব্য করেই চলেছেন।
হিমন্ত অবশ্য পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন আজমলকে। রাজ্যের
অর্থ ও স্বাস্থ্যমন্ত্রীর উক্তি, অসমে কোনোভাবেই ক্ষমতায় আসতে পারবে না কংগ্রেস-ইউডিএফের
জোট। সুতরাং মাদ্রাসা ফের চালু করা দিবাস্বপ্নই হয়ে থাকবে আজমলের।