পাক্কা দু’বছর গড়িয়ে গেলেও কিনারা হল না তিনসুকিয়া
জেলায় ঘটা হত্যাকাণ্ডের।
২০১৮ সালের এই পয়লা নভেম্বরেই তিনসুকিয়া জেলায় পাঁচ
জন ব্যক্তিকে নির্মমভাবে হত্যা করে দুষ্কৃতীরা। এ হত্যাকাণ্ডের পর মুখ্যমন্ত্রী
সর্বানন্দ সনোয়াল বলেছিলেন, এই ঘটনায় দোষী ব্যক্তিদের উপযুক্ত শাস্তি হবে। রাজ্য
সরকারের দুই মন্ত্রী কেশব মহন্ত ও তপন গগৈ ওইসময় ঘটনাস্থলে গিয়েও একই আশ্বাস দেন।
কিন্তু দু’বছর গড়িয়ে যাওয়ার পরও অধরাই থেকে গেছে অভিযুক্তরা।
এ নিয়ে রবিবার মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন
সর্বভারতীয় মহিলা কংগ্রেসের সভানেত্রী সুস্মিতা দেব। তিনি লিখেছেন, রাজ্য পুলিশ সেই
সময় হত্যাকাণ্ড আলফার একটি দল ঘটিয়েছে বললেও এখন অবধি তাতে ধোঁয়াশাই রয়ে গেছে। পুলিশ
ও প্রশাসনের এই উদাসীনতায় তিনি যথেষ্ঠ হতাশ বলে জানিয়েছেন প্রাক্তন সাংসদ।
ক্ষোভ প্রকাশ করেই সুস্মিতার
বক্তব্য, এ বিষয়ে কী কী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তা অবিলম্বে জনগণকে জানানো উচিত রাজ্য সরকারের। পাশাপাশি, অভিযুক্তদের যথাযথ শাস্তির ব্যবস্থা গ্রহণে আর যাতে দেরি না করা
হয়।