আসাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অশিক্ষক কর্মীদের
অক্টোবর মাসের মাইনে পেতে বিলম্ব হবে। বিলম্বের কারণে জানা গেছে যে, গত একবছর থেকেই
কর্মীদের বেতন অন্য তহবিল থেকে মেটানো হচ্ছিল। কিন্তু এ মাসে সেটা করাও সম্ভব হয়নি।
কারণ, অন্যান্য খাতের তহবিলেও ঘাটতি দেখা দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রদোষ
কিরণ নাথের জারি করা নোটিফিকেশনে এসবের উল্লেখ না থাকলেও শিক্ষকরা বেশ কিছুদিন
ধরেই এমন আশঙ্কা প্রকাশ করছিলেন। অধিকাংশেরই অভিমত, এ কেবল শুরু, আগামী দিনে
প্রত্যেক মাসেই বেতনের এমন সংকট দেখা দিতে পারে বিশ্ববিদ্যালয়ে।