রাজ্যের বন ও পরিবেশমন্ত্রী পরিমল শুক্লবৈদ্য বৃহস্পতিবার
অসম-মিজোরাম সীমান্তের উপদ্রুত এলাকাগুলো পরিদর্শনে যান। তুলারতল, বাঘেয়ালা,
সিঙ্গুয়া ও লায়লাপুর অঞ্চলে গিয়ে স্থানীয়দের সমস্যা সম্পর্কে অবহিত হওয়ার চেষ্ঠা
করেন মন্ত্রী। একইসঙ্গে সেখানের বাসিন্দাদের মনে যাতে অযথা ভীতি কাজ না করে সে
বিষয়েও নজর দেন তিনি।
রাজ্যের উচ্চস্তরের পুলিশ আধিকারিকদের সঙ্গে পরিমলবাবু
এখনের পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এরপর সিঙ্গুয়া এলাকায় স্থাপিত হওয়া নূতন পুলিশ পোস্ট
পরিদর্শন করেন তিনি। পরে লায়লাপুর পুলিশ থানায়ও গেছিলেন পরিমলবাবু। তুলারতল ও বাঘেয়ালা
এলাকায় স্থানীয়রা সেখানেও পুলিশি প্রহরার দাবি জানালে এই বিষয়ে রাজ্য সরকারের শীর্ষস্তরে
আলোচনার আশ্বাস দেন বনমন্ত্রী।