BARTALIPI, বার্তালিপি , Bengali News, Latest Bengali News, Bangla Khabar, Bengali News Headlines, বাংলা খবর
Friday, 26 Feb 2021  শুক্রবার, ১৩ ফাল্গুন ১৪২৭
Bartalipi, বার্তালিপি, Bengali News Portal, বাংলা খবর

BARTALIPI, বার্তালিপি , Bengali News, Latest Bengali News, Bangla Khabar, Bengali News Headlines, বাংলা খবর

বাংলা খবর

বিশ্বের শীর্ষস্থানীয় বাংলা নিউজ পোর্টাল

হামলা চালাতে পারে মিজো সংস্থা, আশঙ্কা গ্রামবাসীদের

Bartalipi, বার্তালিপি, হামলা চালাতে পারে মিজো সংস্থা, আশঙ্কা গ্রামবাসীদের

মি‌জোরাম সীমা‌ন্তে ক‌রিমগঞ্জ জেলার পাথারকা‌ন্দি মেদ‌লিছড়ায় সৃষ্ট জটলার অবসান নি‌য়ে এদিন দু রা‌জ্যের মা‌মিত ও ক‌রিমগঞ্জ জেলা পু‌লিশ সুপারের এক বৈঠক হয়। এর আগে তাঁরা সীমান্তবর্তী অঞ্চল প‌রিদর্শন করেন। ত‌বে এই বৈঠ‌ক খুব একটা ফলপ্রসু হয়‌নি ব‌লে খবর পাওয়া গে‌ছে। অসম সীমান্তে মিজোরামের আগ্রাসী মনোভাবের ফলে প্রায় এক পক্ষকাল থেকে মেদ‌লিছড়া এলাকায় এক উত্তেজনাময় পরিস্থিতি বিরাজ করছে। এদিকে নজর রে‌খে ইতিম‌ধ্যে সেখানে ক‌রিমগঞ্জ জেলার পু‌লিশ সুপার মৃগাঙ্ক কুমা‌রের নি‌র্দেশে আধাসাম‌রিক বা‌হিনীর জওয়ান‌দের নিয়োগ করা হয়েছে। অস্থায়ী শিবির তৈরি করে প‌রি‌স্থি‌তির উপর নজর রাখ‌ছেন তাঁরা। কিন্তু এতেও মিজোরামের ভূ-মা‌ফিয়া সহ ওই রাজ্যের পুলিশের আগ্রাসী মনোভাবের কোনও পরিবর্তন হয়নি ব‌লে অভিযোগ স্থানীয়‌দের। মেদলিছড়ার উপজাতি অধ্যুষিত গ্রামের বাসিন্দা কেরাম রিয়াং সহ অন্যান্যরা জানান যে, তা‌দের কা‌ছে খবর র‌য়ে‌ছে  সম্প্রতি মিজোরামের ওয়াইএম নামের সংস্থা এক গোপনে প‌রি‌স্থি‌তির উপর কড়া নজর রাখ‌ছে। এই সংস্থা‌টি প্রয়োজ‌নে রা‌তের অন্ধকা‌রে শস্ত্র দলবল নি‌য়ে পাহা‌ড়ি প‌থে অসমের মেদ‌লিছড়া-সহ সংলগ্ন অঞ্চ‌লে প্রবেশ করে হামলা চালাতে পা‌রে। এ নি‌য়ে এলাকার জণগণ যথেষ্ঠ আতঙ্কিত ব‌লে জানান কেরাম রিয়াংরা। এই ‌বিষয়ে হস্তক্ষেপের অনুরোধ জানিয়েছেন গ্রামবাসীরা।