আসাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অশিক্ষক কর্মীরা
মাইনে পাবেন না অক্টোবর মাসের। এদিন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রদোষ কিরণ নাথ
জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের বেতনের গ্রান্ট না আসার ফলেই এই সিদ্ধান্ত
নিতে বাধ্য হয়েছেন কর্তৃপক্ষ। কবে গ্রান্ট আসবে আর কোনদিন মাইনে মিলতে পারে সে
বিষয়েও কোনও নিশ্চয়তা দিতে পারেননি রেজিস্ট্রার। তিনি কেবল বলেন, গ্রান্টের টাকা
এসে গেলেই তৎক্ষণাৎ মাইনে দেওয়ার ব্যবস্থা করা হবে। কিন্তু গ্রান্ট না আসা অবধি
তাঁদের কিছু করার নেই।
এদিকে উৎসবের মরসুম চলছে। দুর্গাপুজো গেছে। এবার কালীপুজো,
ভাইফোঁটা সমেত বাকি পার্বণগুলো রয়েই গেছে। এর মাঝে বেতনের অনিশ্চয়তা দেখা দেওয়ায় দুশ্চিন্তায়
পড়েছেন বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা।