পুলওয়ামা হামলায়
জঙ্গিদের মদত দেওয়ার অভিযোগবহুবার অস্বীকার করেছে পাকিস্তান। কিন্তু বৃহস্পতিবার পাকিস্তানের সংসদে বোমা ফাটালেন সে
দেশের সরকারের এক মন্ত্রী। ন্যাশনাল অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে ইমরান
খানের মন্ত্রী ফাওয়াদ চৌধুরী বর্তমান সরকারের কাজের ফিরিস্তি দিতে গিয়ে পুলওয়ামা হামলাকে এই
সরকারের বড় সাফল্য
বলে আখ্যা দেন। এ কথা প্রকাশ্যে আসার পরই পুলওয়ামা নিয়ে পাকিস্তানকে ফের চেপে ধরার
কৌশল করছে নয়াদিলির সাউথ ব্লক।
এর ঠিক আগের দিন বুধবার পাক সংসদে
আরেকটি চাঞ্চল্যকর তথ্য দিয়েছিলেন পাকিস্তান মুসলিম লিগ (এন)-এর সদস্য আয়াজ
সাদিক। তাঁর বক্তব্য, সৌজন্যের
বার্তা নয়, ভারতের
প্রত্যাঘাতের ভয়েই উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে মুক্তি দিয়েছিল ইমরানের সরকার।
বিরোধী দলের নেতার এই মন্তব্যের জবাব দিতে গিয়েই এদিন ফাওয়াদ বলে বসেন, ‘আমরা ভারতে ঢুকে মেরেছি। পুলওয়ামায় আমাদের ওই কার্য, ইমরান খানের আমলে
গোটা দেশের সাফল্য’। তবে প্রশংসা করতে গিয়ে পুলওয়ামা
নিয়ে এই মন্তব্য করে ফাওয়াদ আদতে আন্তর্জাতিক
ক্ষেত্রে পাক প্রধানমন্ত্রীকেই প্রবল চাপে
ফেলে দিয়েছেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল।