BARTALIPI, বার্তালিপি , Bengali News, Latest Bengali News, Bangla Khabar, Bengali News Headlines, বাংলা খবর
Saturday, 06 Mar 2021  শনিবার, ২২ ফাল্গুন ১৪২৭
Bartalipi, বার্তালিপি, Bengali News Portal, বাংলা খবর

BARTALIPI, বার্তালিপি , Bengali News, Latest Bengali News, Bangla Khabar, Bengali News Headlines, বাংলা খবর

বাংলা খবর

বিশ্বের শীর্ষস্থানীয় বাংলা নিউজ পোর্টাল

মেঘালয়ে বাঙালি নির্যাতন বন্ধ না হলে আন্দোলনের হুঁশিয়ারি

Bartalipi, বার্তালিপি, মেঘালয়ে বাঙালি নির্যাতন বন্ধ না হলে আন্দোলনের হুঁশিয়ারি

মেঘালয়ে বাঙালিদের যে সেখানকার খাসি সমাজের পক্ষ থেকে বারবার হুমকি মিলছে, এ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করল আমরা বাঙালি দল। দলের রাজ্য কমিটির সচিব সাধন পুরকায়স্থ বলেছেন, দিনকয়েক আগে খাসি ছাত্র সংস্থা শিলং এবং মেঘালয়ের অন্যান্য স্থানে ব্যানার ঝুলিয়ে দেয় যে, মেঘালয়ে বাস করা সকল বাঙালিই বাংলাদেশি। এই বিষয় সামনে আসার পরই বিভিন্ন মহল থেকে এর কড়া নিন্দা জানানো হয়। পরে মেঘালয়ের পুলিশ সেই পোস্টারগুলি সরিয়ে নেয়। কিন্তু এরপরেও বাঙালিদের হুঁশিয়ারি দেওয়া বন্ধ হয়নি। মেঘালয়ের ইচ্ছামতী ও ভোলাগঞ্জ এলাকায় ষষ্ঠ তফশিলের দোহাই দিয়ে সেখানে বসবাস করা বাঙালিদের বিপক্ষে এক অর্থনৈতিক অবরোঢ গড়ে তোলা হয়েছে। তাদের ব্যবসা-বাণিজ্য করতে দেওয়া হচ্ছে না। সাধনবাবুর কথায়, সংবিধানের ষষ্ঠ তফশীলে এমন ব্যবস্থার কথা উল্লেখই নেই। অথচ জোর করে সমস্যার মুখে ফেলা হচ্ছে বাঙালিদের যাতে তাঁরা ওই স্থান ছেড়ে চলে আসতে বাধ্য হন। আমরা বাঙালি দলের দাবি, মেঘালয়ে বসবাসকারী সকল বাঙালিই ভারতীয়। ফলে তাঁদের সুরক্ষা দেওয়া ও অসুবিধা দূর করা মেঘালয়ের রাজ্য সরকারের দায়িত্ব। তাই সাধনবাবুরা বলেছেন, এই পরিস্থিতির উন্নতি না ঘটলে আন্দোলনের পথে ঝাঁপাবেন তাঁরা।