BARTALIPI, বার্তালিপি , Bengali News, Latest Bengali News, Bangla Khabar, Bengali News Headlines, বাংলা খবর
Monday, 01 Mar 2021  সোমবার, ১৭ ফাল্গুন ১৪২৭
Bartalipi, বার্তালিপি, Bengali News Portal, বাংলা খবর

BARTALIPI, বার্তালিপি , Bengali News, Latest Bengali News, Bangla Khabar, Bengali News Headlines, বাংলা খবর

বাংলা খবর

বিশ্বের শীর্ষস্থানীয় বাংলা নিউজ পোর্টাল

ত্রিকোণ প্রেমের জের, স্ত্রীর হাতে খুন স্বামী! চাঞ্চল্য বিশালগড়ে

Bartalipi, বার্তালিপি, ত্রিকোণ প্রেমের জের, স্ত্রীর হাতে খুন স্বামী! চাঞ্চল্য বিশালগড়ে

স্বামীকে খুন করার অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। ঘটনা ত্রিপুরার বিশালগড় থানাধীন কমলাসাগর বিধানসভার গোকুলনগর ভৌমিক পাড়া এলাকায়। এ কান্ডে সেখানে একরাশ উত্তেজনা বিরাজ করছে। গণরোষের মুখে পড়ে বিশালগড় থানার পুলিশ তদন্তে নেমে অভিযুক্ত স্ত্রীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। শুধু তাই নয় পরবর্তী সময়ে গৃহবধূর বাড়িতে গিয়ে তার মাকে বেধড়ক মারধর করে এলাকার মহিলারা,এমন খবরও পাওয়া গেছে। তাদের অভিযোগ, এই খুনে মৃত যুবকটির স্ত্রীর মা-ও নাকি জড়িত রয়েছেন। তাকেও দ্রুত গ্রেফতারের জন্য স্থানীয়রা পুলিশের কাছে দাবি তুলেছেন। ঘটনার বিবরণে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে দশটা নাগাদ সেখানকার গোকুলনগর ভৌমিক পাড়া এলাকার দীপঙ্কর ভৌমিকের বাড়িতে তার এক বন্ধু এলে সেখানে তাদের মধ্যে মদ্যপানের এক আসর বসে। ওই সময় সবকিছু ঠিকঠাক থাকলেও বিপত্তি ঘটে রাতের দিকে আচমকা দীপঙ্কর ভৌমিককে তার নিজ ঘরের মধ্যেই ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের লোকজন। পরবর্তী সময়ে তাঁর স্ত্রীর চিৎকারে প্রতিবেশীরা দীপঙ্করের নিথর দেহ ঝুলতে দেখে বিস্ম-সহ ক্ষোভ প্রকাশ করতে থাকেন। পরে মৃত দীপঙ্করকে হাপানিয়া হাসপাতালে প্রেরণের পাশাপাশি খবর দেওয়া হলে তদন্তে নামে পুলিশ। বুধবার সকালে এলাকার জনগনের চাপে পুলিশ বাধ্য হয়ে অভিযুক্তা স্ত্রী অনামিকা শর্মা ভৌমিকে আটক করে থানায় নিয়ে যায়। এলাকার জনগনের মোদ্দা কথা, এ কান্ডে দীপঙ্করের স্ত্রী-সহ তার শ্বাশুড়ির হাত রয়েছে। তাদের উভয়কে কঠোর শাস্তির দাবি জানান স্থানীয়রা। জানা গেছে, গত কয়েক বছর ধরে দীপঙ্করের স্ত্রী ত্রিকোণ প্রেমের জালে পড়ে এক যুবকের সাথে চুটিয়ে প্রেম করছিল। এসব নিয়ে তাদের দাম্পত্য জীবনে প্রায়ই কলহ ঝগড়া লেগে থাকত।এমনকি এসব নিয়ে দীপঙ্কর মুখ খুললে তাকে বেদম প্রহার করত স্ত্রী ও শ্বাশুড়ি উভয়ে তাই এলাকার জনগনের ধারণা দীপঙ্করকে তারাই পরিকল্পিত ভাবে খুন করে পরে ফাঁসিতে ঝুলিয়ে আত্মহত্যার রুপ দেবার অপচেষ্টা করেছে। তাদের একটি আড়াই বছরের ফুটফুটে কন্যা সন্তান রয়েছে বিষয়টি নিয়ে বিশালগড় পুলিশকে প্রশ্ন করলে তাঁরা জানান যে, মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারবর্গের হাতে সমঝে দেওয়া হয়েছে। পিএম রিপোর্ট হাতে আসার পর সব ঘটনা জানা যাবে।