বুধবার বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় সকাল ১টা পর্যন্ত ভোট পড়ল ৩৩.১১%। এই তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন সূত্র। এ দিন রাজ্যের ৭১টি কেন্দ্রে মোট ১,০৬৬ প্রার্থীর ভাগ্য নির্ণয় করবেন ২.১৪ কোটির চেয়েও বেশি সংখ্যক ভোটার। তবে কোভিড অতিমারী পরিস্থিতিতে জনসমাগমের উপর নিষেধাজ্ঞার কারণে ভোটের হার মন্থর হয়েছে। সংক্রমণ এড়াতে কড়া নিয়মাবলী চালু করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে রয়েছে মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার এবং সামাজিক দূরত্ববিধি মেনে চলা। প্রতিটি বুথে প্রবেশের সময় থার্মাল স্ক্যান করা হচ্ছে ভোটার, প্রার্থী, এজেন্ট ও নির্বাচন কর্মীদের।
বিহার ভেটে সম্মুখ সমরে দাঁড়িয়ে রয়েছে দুই শিবিবর। লালুপ্রসাদ যাদবের আরজেডি এবং বাম-কংগ্রেসের সমন্বয়ী বিরোধী শক্তির নাম মহাগঠবন্ধন। আর রয়েছে জেডিই-বিজেপি-বিকাশশীল ইনসান পার্টি-হিন্দুস্থান আওয়াম মোর্চার এনডিএ জোট। জোটসঙ্গী হলেও বাইরে এসে লড়ছে রামবিলাস পাসোয়ানের দল। নীতীশ কুমাররা এবার প্রচারে শুরু থেকেই চেয়েছিলেন উন্নয়নকে সামনে রাখতে। বলেছিলেন অপরাধ কমেছে, মদ নিষিদ্ধ করা গিয়েছে। এই সময় তেজস্বী মদকেই হাতিয়ার করলেন, বললেন তবে মদ আসছে কোথা থেকে? কেন বাড়ছে অবৈধ পাচার? অচিরেই দেখা গেল মদও অস্ত্র হয়ে উঠল বিহার ভোটে। এই ত্রাহ্যস্পর্শের ফল কী? আজ থেকেই জানান দেবে ইভিএম।