একুশের নির্বাচনের প্রাক মুহূর্তে শাসকদলের স্টেট এগজিকিউটিভ কমিটির মতো এক হাই ভল্টেজ সভা অনুষ্ঠিত হতে চলছে করিমগঞ্জে। ওই সভায় অংশ নিতে দু'দিনের জন্য করিমগঞ্জে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল, নেডার আহ্বায়ক ড. হিমন্তবিশ্ব শর্মা, রাজ্যিক সভাপতি রঞ্জিত দাস সহ গোটা রাজ্যের সব সাংসদ, বিধায়ক। রঞ্জিত দাসের নির্দেশে গত মঙ্গলবার রাত বিজেপির জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্যকে খবরটি জানিয়েছেন রাজ্য সাধারণ সম্পাদক তথা কাছাড় জেলার সাংসদ ডা. রাজদ্বীপ রায়।
একুশের নির্বাচন নিয়ে তোড়জোড় শুরু হয়ে গেছে। ময়দানে নেমে গেছে সব কটি রাজনৈতিক দল। এরইমধ্যে ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছে শাসক দল। স্টেট এগজিকিউটিভ কমিটির বৈঠক করিমগঞ্জে অনুষ্ঠিত করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য নেতৃত্ব। এমনকি গত মঙ্গলবার খবরটি সুব্রতকে অবগত করেছেন রাজদ্বীপ রায়। পরে সুব্রত কথা বলেন বার্তালিপি ডিজিটালের সঙ্গে। বলেন, এটি একটি হাইভোল্টেজ সভা। দুদিন ভিত্তিক এই সভা অনুষ্ঠিত হতে চলছে করিমগঞ্জে। দুদিনের জন্য করিমগঞ্জে অবস্থান করবেন মুখ্যমন্ত্রী সহ হিমন্তবিশ্ব শর্মা, রঞ্জিত দাস। সঙ্গে আসবেন রাজ্যের সব কজন সাংসদ বিধায়ক। থাকবেন রাষ্ট্রীয় সাধারণ সম্পাদকও। এমনকি অংশ নেবেন বিজেপির সব কটি শাখার রাজ্যিক সভাপতিরাও। সুব্রত বলেন, আগেও বরাকে স্টেট এগজিকিউটিভ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ছোটো পরিসরে। তা-ও শিলচরে৷ কিন্তু এই প্রথমবারের মতো এই হাই ভোল্টেজ বৈঠক করিমগঞ্জে অনুষ্ঠিত হবে। আগামী ডিসেম্বর মাসের ২৬ ও ২৭ তারিখ। শহরের কোনো খোলা ময়দানে এই বৈঠক অনুষ্ঠিত করানো হবে বলে জানিয়েছেন সুব্রত ভট্টাচার্য।