বার্তা লিপি প্রতিবেদন শিলচর,৫ নভেম্বর: জুয়ার খেলের পাশাপাশি দীপাবলীর দিন মদের বিরুদ্ধেও অভিযান চালায় শিলচর পুলিশ। অবৈধভাবে মদ বিক্রি করা শিলচর সোনাই রোডের বিনা হোটেলে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে
পুলিশ প্রচুর পরিমাণে মদ বাজেয়াপ্ত করে। বিনা হোটেলে মুক্তভাবে মদ বিক্রি করার খবর পেয়ে সদর ডিএসপি কল্যাণ কুমার দাসের নেতৃত্বে অভিযান চালায় পুলিশ । হোটেল থেকে তিন কার্টুন মদ বাজেয়াপ্ত করা হয়। বাজেয়াপ্ত কার্টুনে ১১৯ মদের বোতল ছিল বলে জানায় পুলিশ। মদ বাজেয়াপ্ত করার পাশাপাশি পুলিশ হোটেলের মালিক সানি পালকেও গ্রেফতার করে । গ্রেপ্তারের পর শুক্রবার সানিকে আদালতে পেশ করা হলে আদালত তাকে পাঠিয়ে দেয় হাজতে।