করিমগঞ্জ সার্কল কার্যালয়ে সরকারি আমিন রজত গোস্বামীকে ফোনে অপহরণের হুমকি ও পরবর্তীকালে রাতের অন্ধকারে তাঁকে বন্দুক দেখিয়ে বলপূর্বক ঘর থেকে তুলে নেবার চেষ্টায় অভিযুক্ত দুজনকে আজ পক্ষকাল পর পাকড়াও করতে সক্ষম হল পাথারকান্দি পুলিশ। এই ঘটনায় একটি নীল রংয়ের ওয়াগনার গাড়ি ও জব্দ করেছে পুলিশ। ধৃত দুই যুবকের মধ্যে একজনের নাম নুমান উদ্দিন(২৮) এবং অপরজন মুজিবুর রহমান(৩২)। তাদের দুজনের বাড়ি বদরপুর থানা এলাকার ভাঙ্গা বাজারের দক্ষিণকোল গ্রাম। পুলিশ আজ ধৃতদের করিমগঞ্জ আদালতে পেশ করলে কোর্টের নির্দেশে দুজনের ঠাঁই হয় জেল হাজতে। উল্লেখ্য গত ১৩ অক্টোবর পাথারকান্দি থানায় সরকারি কর্মচারী একটি এজাহারের ভিত্তিতে পুলিশ এ কান্ডে জড়িত নাটের গুরুদের এরালিগুল এলাকা থেকে আজ গ্রেফতার করে। ওইদিন প্রকৃতপক্ষে কি ঘটনা ঘটেছিল তা খতিয়ে দেখতে করিমগঞ্জের পুলিশ সুপার মায়াঙ্ক কুমার নিজে বিষয়টি অনুসন্ধান করছেন। রজতবাবু তাঁর এফআইআরে অভিযোগ করেছেন গত ১২ অক্টোবরে রাত ১২টা নাগাদ ছয়-সাতজন লোক তাঁর বাড়ির সামনে এসে তাঁর নাম ধরে ডাকাডাকি করতে থাকে। ওইসময় রজতবাবু বাড়ি থেকে বেরিয়ে এলে সন্দেহভাজন কজন তাঁর ঘরে ঢুকে নগদ দশ হাজার টাকা ও বেশ কিছু সোনা হাতিয়ে নেয়। পরে রজতবাবুকে ও মাথায় বন্দুক ধরে গাড়িতে উঠিয়ে অপহরণ করার চেষ্টা চালায় বলে অভিযোগ করেন তিনি। তখন তাঁর চিৎকার শুনে প্রতিবেশীরা বেরিয়ে আসতেই দুষ্কৃতীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু স্থানীয় জনতা এদের মধ্য থেকে একজনকে ধরে ফেলে এবং তাঁর কাছ থেকে একটি খেলনা পিস্তল উদ্ধার করতে সক্ষম হয়। আটক যুবকের নাম মহম্মদ নইম হোসেন, বাড়ি দিল্লির রাগবি নগরের জে.জে. কলোনির বাসিন্দা। এই ঘটনার নেপথ্যে রাজনীতিক প্রতিহিংসা থাকার খবর পাওয়া গেছে।

উদ্ধার হওয়া সেই গাড়ি।