BARTALIPI, বার্তালিপি , Bengali News, Latest Bengali News, Bangla Khabar, Bengali News Headlines, বাংলা খবর
Monday, 01 Mar 2021  সোমবার, ১৭ ফাল্গুন ১৪২৭
Bartalipi, বার্তালিপি, Bengali News Portal, বাংলা খবর

BARTALIPI, বার্তালিপি , Bengali News, Latest Bengali News, Bangla Khabar, Bengali News Headlines, বাংলা খবর

বাংলা খবর

বিশ্বের শীর্ষস্থানীয় বাংলা নিউজ পোর্টাল

সংক্রমিত হচ্ছে পড়ুয়ারা, ফের স্কুল বন্ধ মিজোরামে

Bartalipi, বার্তালিপি, সংক্রমিত হচ্ছে পড়ুয়ারা, ফের স্কুল বন্ধ মিজোরামে

সংক্রমণের গতি বাড়ায় ফের স্কুল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিল মিজোরাম সরকার। ১৬ অক্টোবর থেকে রাজ্যে দশম ও দ্বাদশ শ্রেণির পাঠদান শুরু হয়েছিল। কিন্তু অন্যদের পাশাপাশি স্কুল পড়ুয়াদের মধ্যে করোনার থাবা পড়ায় আর ঝুঁকি নেয়নি সরকার। সোমবার থেকে পুনরায় স্কুল বন্ধের নির্দেশ দেওয়া হয়। রবিবার এব্যাপারে জানান মিজোরামের শিক্ষামন্ত্রী লালছান্দামা রেত। বলেন রাজ্যে সংক্রমণ রোধে পক্ষকালীন একটি কর্মসূচি হাতে নিয়েছে সরকার। এরপর পরিস্থিতি স্বাভাবিক হলে ৯ নভেম্বর স্কুল খোলার সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি। তবে, অনলাইন ক্লাস যথারীতি চলবে আগের মতোই । চলবে আগামী বছরের বোর্ড পরীক্ষার রেজিস্ট্রেশন প্রক্রিয়াও, মন্তব্য করেন মন্ত্রী।

কোভিড সচেতনতা ড্রাইভ নিয়েও কথা বলেন শিক্ষামন্ত্রী লালছান্দামা। তাঁর কথায়, কর্মসূচির অন্তর্গত কিছু সতর্কতামূলক নির্দেশিকা জারি করা হয়েছে। এই অনুযায়ী বিবাহ অনুষ্ঠানে ৩৫ ও সভা-সমিতিতে ২০ জনের বেশি জমায়েতে নিষেধাজ্ঞা রয়েছে, আগে এই সংখ্যা ছিল ৫০। অফিস-আদালতের কাজ চালাতে হবে ৭০ শতাংশ কর্মী দিয়ে। বাকি ৩০ শতাংশ যুবা কর্মীকে বেছে বেছে করোনা ডিউটি'তে নিযুক্ত করা হবে। তাছাড়া, নতুন ড্রাইভ-এর অন্তর্গত জিমন্যাসিয়াম, পিকনিক রিসোর্ট এগুলো খোলার অনুমতি নেই। শুধু ইনডোর গেম-এ ১০ ও আউটডোর ইভেন্টে ন্যূনতম ২৫ জনই থাকতে পারবেন।
উল্লেখ্য রবিবার ১৫ স্কুল পড়ুয়া সহ নতুন করে ৫৮ জনের সংক্রমণ ধরা পড়েছে।