BARTALIPI, বার্তালিপি , Bengali News, Latest Bengali News, Bangla Khabar, Bengali News Headlines, বাংলা খবর
Wednesday, 21 Apr 2021  বুধবার, ৭ বৈশাখ ১৪২৮
Bartalipi, বার্তালিপি, Bengali News Portal, বাংলা খবর

BARTALIPI, বার্তালিপি , Bengali News, Latest Bengali News, Bangla Khabar, Bengali News Headlines, বাংলা খবর

বাংলা খবর

বিশ্বের শীর্ষস্থানীয় বাংলা নিউজ পোর্টাল

আসছে প্রভাস অভিনীত রামায়ন ভিত্তিক সিনেমা 'আদিপুরুষ'

Bartalipi, বার্তালিপি, আসছে প্রভাস অভিনীত রামায়ন ভিত্তিক সিনেমা 'আদিপুরুষ'

বার্তালিপি ডিজিটাল ডেস্ক : এবার রামের ভূমিকায় অভিনয় করতে চলেছেন দক্ষিণী সুপার স্টার প্রভাস। রবিবারই তাঁর আগামী ছবির ঘোষনা করেন তিনি। পরিচালক ওম রাউতের সঙ্গে মিলে একটি লাইভ ভিডিও করেন তিনি। সেখানেই আগামী ছবির বিষয়ে বলেন অভিনেতা।

অবশেষে নিজের সোশ্যাল মিডিয়া আ্যাকাউন্টে জানান আগামী ছবির নাম। শ্রীরামের ভূমিকায় দেখা যেতে চলেছে প্রভাসকে। ছবির নাম, 'আদিপুরুষ- অধর্মে বিরুদ্ধে ধর্মের বিজয় উত্সব' বলা হচ্ছে সিনেমাটি প্রায় ৫০০ কোটি টাকার বাজেট নিয়ে তৈরি হবে। ছবির নির্দেশনার দায়িত্বে থাকবেন পরিচালক ওম রাউত। হিন্দি তেলুগু ভাষায় তৈরি হবে এই ছবি। এছাড়া তামিল, মালয়ালম, কন্নড় সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক ভাষায় ডাবিং করা হবে এই ছবি।

জানা গিয়েছে, আগামী বছর শুরু হবে ছবির শুটিং। ছবি মুক্তি পাবে ২০২২ সালে। রামায়ণের উপর নির্ভর করে তৈরি হবে এই ছবির কাহিনি। খলনায়ক অর্থাত্ রাবণের চরিত্রের জন্য একজন প্রখ্যাত অভিনেতার সঙ্গে কথাবার্তা বলছেন ছবির নির্মাতারা। ছবির প্রযোজনার দায়িত্বে থাকছেন টি সিরিজের কর্ণধার ভূষণ কুমার।