বাৰ্তালিপি ডেস্ক : দু বছর ধরে এতদঞ্চলের খেলাধূলার অঙ্গনকে একরকম পঙ্গু করে দিয়েছে করোনা অতিমারি৷ এই প
বাৰ্তালিপি ডেস্ক : দু বছর ধরে এতদঞ্চলের খেলাধূলার অঙ্গনকে একরকম পঙ্গু করে দিয়েছে করোনা অতিমারি৷ এই পরিস্থিতিতে ক্রীড়া সংগঠক, প্ৰশাসক বা খেলোয়াড়দের চলতে হবে করোনাকে সঙ্গে নিয়েই৷ এর মধ্যে চালু করতে হবে ক্রীড়া কৰ্মকাণ্ড৷ করোনা কাটিয়ে মাঠে কীভাবে খেলা ফিরিয়ে আনা যায়, তারই সুলুকসন্ধানে রবিবার এক আলোচনা সভার আয়োজন করেছে উধারবন্দ টেবিল টেনিস (টিটি) ক্লাব৷ আলোচনার শীৰ্ষক দেওয়া হয়েছে--- ‘করোনা কাটিয়ে মাঠে ফিরতে চায় খেলা৷ কী ভাবছেন ময়দানের মানুষরা?’
রবিবার সকাল এগারোটায় টেবিল টেনিস ক্লাবের ইন্ডোর স্পোৰ্টস কমপ্লেক্সে বসবে ওই আলোচনার আসর৷ বরাক উপত্যকার চারটি জেলা ক্রীড়া সংস্থা (শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি, লক্ষীপুর) সহ বরাকেরই বিভিন্ন সক্রিয় ক্রীড়া সংগঠনের প্ৰতিনিধি, বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থার (বাক্স) প্ৰতিনিধি, একাধিক ক্রীড়া ব্যক্তিত্ব, প্ৰশিক্ষকদের নিয়ে বিকপ্ল পথের সন্ধানে এই আলোচনা চক্র অনুষ্ঠিত হবে৷ এতে সঞ্চালকের দায়িত্বে থাকবেন অধ্যাপক জয়দীপ বিশ্বাস৷ আলোচনার নিৰ্যাস পরবৰ্তী সময়ে রাজ্য সরকারের কাছে পেশ করার চেষ্টা করা হবে বলে এক প্ৰেস বিবৃতিতে জানিয়েছেন টেবিল টেনিস ক্লাবের সচিব প্ৰণবানন্দ দাশ৷ এর মূল উদ্দেশ্য হল যাতে করে আগামীতে খেলাধূলা নিয়ে সিদ্ধান্ত নিতে সরকারের সুবিধে হয়৷
এদিনের পুরো অনুষ্ঠান হবে সরকারের কোভিড বিধি মেনে৷ অনুষ্ঠানে ক্লাবের পক্ষ থেকে সবার উপস্থিতি কামনা করা হয়েছে৷